সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
25 Nov 2024 05:05 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডলের হাট নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উলিপুর উপজেলার মন্ডলের হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বাসিন্দারা। এতে চারটি ইউনিয়নের শিক্ষাথর্ী ও বাসিন্দারা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন. উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভুপতি ভুষন বর্মাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা ইউনিয়ন ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্টিত।২০৭ বর্গ কিলোমিটার আয়োতনের এই চারটি ইউনিয়নের চুয়াল্লিশটি চরের মানুষসহ দুই লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।এসব মানুষ যোগাযোগ ব্যবস্থা ও দুরত্বের কারনে উলিপুর উপজেলা প্রশাসন থেকে সুবিধা নিতে পাচ্নেছ না। ফলে জীবন যাত্রার মান উন্নয়নে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডল হাট নামে একটি নতুন উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।