সোমবার, ২৯ মে, ২০২৩
23 Nov 2024 08:47 am
সংবাদ বিজ্ঞপ্তি:- বরিশাল, ২৮শে মে-২০২৩ইং রবিবার। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস বলেন, নারীরা সমাজের বোঝা নয়। তারাও পুরুষের পাশাপাশি রাষ্ট্র তথা সমাজের উন্নয়নমূলক কাজে সমান ভূমিকা রাখছেন। নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করে চলেছেন। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নারীরা পারবেন একটা পরবর্তন করতে আমি এই বিশ্বাস করি।
২৮শে মে বিকাল চারটায় বরিশাল ফরএভার লিভিং সোসাইটির আয়োজনে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডে মহিলা প্রতিনিধি সভায় আয়োজিত এ নারী সমাবেশে বক্তব্যে দান কালে তিনি এসব কথা বলেন। নারী নেত্রী মাকসুদা ইয়াসমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক এস রহমান পারভেজ, এ এস এম ইমামুল হাসান শামীম, রফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন, মোসলেম ফরাজী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, সদস্য সাদিয়া ইসলাম তানিয়া, মেরিনা হাসান লামিয়া, হাফিজা আক্তার রিমি, সঙ্গীতা দাস, ফারুক হোসেন, রনজিত কুমার ও সোহেল সিকদার প্রমুখ।
বার্তা প্রেরক,মিঠু বিশ্বাস ,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ,জাতীয় সাইবার পার্টি।