রবিবার, ২৮ মে, ২০২৩
22 Aug 2025 06:46 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- সৌদি আরব সফর শেষে দেশে শনিবার (২৭ মে) ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সরকারি সফরে গত মঙ্গলবার (২৩ মে) তিনি সৌদি গিয়েছিলেন।
এই সফরকালে সেনাবাহিনী প্রধান রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর, রয়াল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়াও তিনি সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পবিত্র ওমরাহ পালন করেন।