সোমবার, ২২ মে, ২০২৩
25 Nov 2024 12:20 am
৭১ভিশন ডেস্ক:- নটিংহ্যামের কাছে শনিবার (২০ মে) আর্সেনাল হারার ফলেই নিশ্চিত হয়ে যায় সিটির শিরোপা। ফলে রোববার (২১ মে) ঘরের মাঠে চেলসির বিপক্ষে ম্যাচটি ছিল সিটির জন্য শুধুই আনুষ্ঠানিকতা। সে ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় উদযাপন করলো পেপ গার্দিওলার দল।
শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় চেলসির বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলাররা একাদশে না থাকায় আক্রমণে সেই গতি ছিল না সিটিজেনদের। তবে পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে গার্দিওলার দল।
ম্যাচের একমাত্র গোলটি হয় খেলার ১২তম মিনিটে। পালমারের দারুণ পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন আলভারেস। যা এই আর্জেন্টাইনের নবম গোল।
প্রথমার্ধে আরও অনেক আক্রমণ করে সিটির খেলোয়াড়রা। তবে চেলসির ডিফেন্স ভেদ করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও ওই একই ধারায় খেলে যায় সিটি। তবে বারবার বাঁধা হয়ে দাঁড়ায় চেলসির ডিফেন্স। যদিও দ্বিতীয়ার্ধে চেলসি তুলনামূলক দারুণ ফুটবল উপহার দেয়। বেশকিছু সুযোগ তারাও তৈরি করেছিলো। কিন্তু ব্যর্থতার কারণে প্রতিপক্ষের জাল ছিড়তে পারেনি তারা।
চেলসির এই হারে নিশ্চিত হয়ে গেল, এবারের মৌসুমে শীর্ষ দশের বাইরেই লিগ শেষ করতে হবে তাদের। প্রিমিয়ার লিগ যুগে শেষ বার চেলসি শীর্ষ দশের বাইরে লিগ শেষ করেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। সেবার তারা ১১তম স্থানে থেকে লিগ শেষ করেছিল।
এদিকে শেষের বাঁশি বাজতেই গ্যালারি থেকে সিটি সমর্থকরা নেমে আসে মাঠে। শুরু হয় শিরোপা উদযাপন। এটি সিটির টানা তৃতীয় শিরোপা জয়।