শনিবার, ২৯ জুন, ২০২৪
21 Nov 2024 05:50 pm
৭১ভিশন ডেস্ক:- মার্কিন মুল্লুকে বসেছে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে শুরুটা ভালো হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।কানাডা এবং চিলিকে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনাল।
তবে মহাদেশীয় আসরের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ধাক্কা খায় আর্জেন্টিনা।বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় পেরুর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে একাদশে নেই অধিনায়ক লিওনেল মেসি আর ডাগ আউটে থাকা হচ্ছে না প্রধান কোচ লিওনেল স্কালোনির। এখন প্রশ্ন হচ্ছে কেমন হবে তাদের রণকৌশল।
প্রথম দুই ম্যাচেই চার ডিফেন্ডার, তিন মিড ফিল্ডার আর আক্রমণে তিন, অর্থাৎ ৪-৩-৩ ফরমেশনে রণকৌশল সাজিয়ে ছিলেন লিওনেল স্কালোনি। তবে পেরুর বিপক্ষে দলকে কোচিং করাতে পারবেন না তিনি।
তার পরিবর্তে সহকারী কোচ পাবলো আইমার সাজাবেন রণকৌশল। আর্জেন্টইন গণমাধ্যমের দাবি স্কালোনির পথেই হাঁটতে পারেন আইমার। পেরুর বিপক্ষে ৪-৩-৩ রণকৌশলে সাজাতে পারেন দলের একাদশ।
চিলির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় মূল একাদশে বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। এদের মধ্যে লিওনেল মেসি, মার্কাস আকুনা আর লিয়ান্দ্রো পারেদেস ভুগছেন ইনজুরিতে।
ফলে তাদের বিশ্রাম দেওয়া হবে এটা প্রায় নিশ্চিত। পরিবর্তন আসছে গোলকিপারে, এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে ফ্রাঙ্ক আরমানিকে।
রক্ষণেও আসতে পারে বড় পরিবর্তন। প্রথমবারের মতো মূল একাদশে জায়গা পেতে পারেন, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজেলা এবং নিকোলাস ওতামেন্ডি। লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকো, চিলি বিপক্ষে ছিলেন শুরুর একাদশে। পেরুর বিপক্ষে তিনি থাকবেন একাদশে।
মিড ফিল্ডে চিলির বিপক্ষে একাদশে ছিলেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পেরুর বিপক্ষে বিশ্রামে থাকবেন ডি ও ম্যাক অ্যালিস্টার।
এনজোর সঙ্গে মূল একাদশে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস এবং এক্সকিউয়েল পালাসিওস। বদলি হিসেবে নামতে পারেন ভ্যালেন্টিন কার্বনি ও জিওভানি লো সেলসো।
কানাডার বিপক্ষে আক্রমণভাগে মেসির সঙ্গে শুরুর একাদশে ছিলেন জুলিয়ান আলভারেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে চিলি বিপক্ষে শুরুর একাদশে রাখা হয়নি ডি মারিয়াকে। পেরুর বিপক্ষে অধিনায়ক হয়ে ফিরবেন মূল একাদশে।
আগের দুই ম্যাচে শুরুর একাদশে থাকা আলভারেজকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার পরিবর্তে কোপায় প্রথমবারের মতো শুরুর একাদশে খেলবেন লাউতারো মার্তিনেজ। বদলি হিসেবে নেমে আগের দুই ম্যাচ গোল পেয়েছিলেন তিনি।
চিলির বিপক্ষে নিকোলাস গঞ্জালোসকে খেলানো হলেও পেরুর বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না তিনিও। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন আলেজান্দ্রো গার্নাচো।