বুধবার, ১৭ মে, ২০২৩
03 Aug 2025 12:15 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ১৯৪৮ সালের ১৫ই মে ফিলিস্থিনি সমাজ ও মাতৃভূমি বাস্তচ্যূত হওয়ার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান, ইসরাইলদের দখলদারীত্বের অবসান এবং ১৯৬৭ সনের পূর্ববর্তী সিমান্তের ভিত্তিতে ফিলিস্থিনি একটি কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বেগম রওশন এরশাদ এই প্রত্যাশা করেন।
১৯৪৮ সালের ১৫ মে থেকে বাস্তচ্যূত হওয়া ফিলিস্থিনিদের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, ফিলিস্থিনিদের নিজস্ব ভূমি থেকে নিমর্মভাবে বিতাড়িত করা একটি হিংসাত্বক ও বর্ণ বৈষম্য জাতি হিসাবে ইসরাইল আজ গোটা দুনিয়ার কাছে ঘৃণিত জাতি হিসাবে নিন্দিত হচ্ছে।
বিরোধী দলীয় নেতা, ফিলিস্থিনিদের তাদের নিজেদের স্বাধীন জন্মভূমিতে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহবান জানিয়ে বলেন, ফিলিস্থিনিদের এই দুঃখ জনক বিপর্যয় যুগ যুগ ধরে যে দুর্ভোগ পোহাচ্ছে তা শেষ করতে হবে।তিনি বলেন, জাতীয় পার্টি ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আগেও ছিল এখনও আছে এবং চিরকালই থাকবে।