শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 09:43 am
স্টাফ রিপোর্টারঃ- ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৩নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দিনমজুরের পা ভেঙ্গে দিলেন প্রতিপক্ষরা। এই ঘটনায় উভয় পক্ষের নারীসহ আরো ৪জন আহত হয়েছে।
শুক্রবার (২৮শে এপ্রিল) বিকালে রামদাসপুর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তবে গুরুত্বর আহত কামাল হোসেন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ের কাদির সাজি ও তার পুত্র তছিরের নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোঁটা নিয়ে কামালের বাড়ীতে গিয়ে হামলা করে। এ সময় কামাল বাধা দিলে তাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। কামাল মাটিতে লুটিয়ে পরলে ও থামেনি লাঠিয়াল বাহিনীরা। পা ভাঙ্গা কামালের মাথায় হয় জখম করেন। এ সময় ইট পাটকেল নিক্ষেপে নারীসহ আরো ৪জন আহত হয়েছে তারাও হাসপাতালে চিকিৎসাধীন। মারামারি বন্ধ করতে এসে প্রত্যক্ষদর্শী আরো ৬ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত তছির ও কাদির বলেন তারা (কামালরা) গালমন্দ করছে তাই লাঠিসোঁটা নিয়ে প্রতিশোধ নিয়েছি তবে তাদের ও মারধর করেছে কামালরা এমন অভিযোগ করেছেন।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ঘটনাটি শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।