বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
28 Nov 2024 06:58 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- গত জুলাই ও আগষ্ট মাসে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডেন্টাল সার্জন শুভজিত কুন্ডু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, ওসি এসএম মোস্তাফিজুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, আদমদীঘি প্রেসক্লাবের সম্পাদক খন্দকার মেহেদী হাসান, অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার,উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, বিএনপির সাধারণ সম্পাদ আবু হাসান, সমন্বয়ক শিক্ষার্থি আল ফাহাদ, আশামনি,মিরাজুল ইসলাম প্রমুখ। সভায় গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মৃতিচারণ মুলক বক্তব্য ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি