বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
22 Nov 2024 07:48 am
মোঃ সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি ,পঞ্চগড়ঃ- পঞ্চগড়ের বোদা উপজেলায় দিগন্ত মাঠ জুড়ে বইছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। সবুজ মাঠের বোরো ক্ষেত দেখে কৃষকদের মুখে আনন্দের হাসি পরিলক্ষিত হচ্ছে। সরজমিনে দেখা যায়, উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেতগুলোতে যেন সবুজ রংয়ের দোল খাচ্ছে।
সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিক চিক করছে। অনেক জায়গায় কৃষকরা তাদের ধান ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বালাভিড় গ্রামের কৃষক মোজাহারুল ও নবিরুল জানান, চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ আগের চেয়ে খুব বেশি না হওয়াই তারা খুব খুশি। সেচ বাবদ খরচ কিছুটা বেশি হলেও এখন পর্যন্ত ক্ষেতে রোগ বালাই অনেকটায় কম। তাই বালাই নাশকের ব্যবহারও অনেক কমে গেছে এমনটাই বললেন আরো অনেক কৃষক।
উপজেলা কৃষি অফিস জানান, এ বছর ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৮শত হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার কৃষকদের বীজতলা নিয়ে প্রাকৃতিক দুর্যোগ পড়তে হয়নি। ফলে ধান রোপনের উপর কোন প্রভাব পড়েনি এখানকার কৃষকদের। উপজেলা কৃষি অফিসার জানান, এবার ইরি ধান রোপণের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৮শত হেক্টর। অর্জিত হয়েছে ১১ হাজার ৭শত ৩০ হেক্টর ও ধান উৎপাদন ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। তবে উৎপাদনের সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন তিনি।