বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
21 Jul 2025 10:17 pm
![]() |
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গাজীপুর সিটির বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন।
আজ বুধবার (২৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম নিজেই।
জাহাঙ্গীর আলম বলেন, আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা করেছিলাম, তিন বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করার লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এ ছাড়া মায়ের নামেও তিনি মনোনয়ন ফরম তুলেছেন বলে জানান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাহাঙ্গীর আলম ও তার মায়ের মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে।