শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
23 Nov 2024 09:16 pm
৭১ভিশন ডেস্ক:- মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২২ অথবা ২৩ এপ্রিল উদযাপিত হবে। এই দিনে যেহেতু ঈদের নামাজ পড়তে হয়, তাছাড়া অনেকেই বাড়ির বাইরে বের হন, তাই ঈদের দিনের আবহাওয়া নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।
গত কয়েক দিনের অসহ্য তাপমাত্রা এরই মধ্যে কমতে শুরু করেছে। এতে জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসছে। এই স্বস্তির মাঝেই শুক্রবার ও শনিবারসহ ঈদের ছুটিতে সারাদেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ( ২০ এপ্রিল ) রাত থেকে শুক্রবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে, আর এতে কমে যাবে তাপমাত্রা।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী দুই দিন (শুক্র-শনি) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তবে পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে ও বৃষ্টির প্রবণতা কমে যাবে।
শুক্রবার ( ২১ এপ্রিল ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ