বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 08:29 am
নাটোর প্রতিনিধিঃ- নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কাওসার রহমান ববিন (৩০) নামের এক সহকারী স্টেশন মাষ্টারের বাম পা কেটে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ছিলেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা তিনটা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাওসার রহমান ববিন রাজশাহী যাওয়ার উদ্দেশে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্পেশাল ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে য়ায়। এসময় ট্রেনে তার বাম পা কেটে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
মো. আশিকুর রহমান টুটুল