বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
30 Nov 2024 07:45 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনের বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা ক্লাব মিলনায়তনে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না। বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না বলেন, নারীদের সম অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন, আর তার কন্যা শেখ হাসিনার এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এদেশের নিপীড়িত মানুষের অধিকার বাস্তবায়নের অগ্রনায়ক শেখ হাসিনা। শেখ হাসিনা এদেশের গৃহহীন মানুষকে জমিসহ গৃহ দিয়েছেন। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিয়েছেন। শেখ হাসিনার জন্য বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যায় নতুন শ্রেণির বই। শিক্ষাসহ সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এসেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই আগামী দিনে শেখ হাসিনাকে আবারও এদেশের ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান। বক্তব্য শেষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।