সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
23 Nov 2024 11:42 pm
দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ থেকে ৭২ দশমিক ৩ এ নেমে এসেছে। ফলে কমেছে গড় আয়ু। সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক জরিপের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১– এর ফল প্রকাশিত অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে।
বিবিএসের তথ্য বলছে, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। এ ছাড়া প্রাপ্ত বয়স্কদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৪ শতাংশ।
রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।
জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।