সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 07:24 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘির সান্তাহারে ট্রেনের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সান্তাহার রেলওয়ে থানার পাশে এ ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত সোমবার চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১২টার দিকে ওই অজ্ঞাত ব্যক্তি সান্তাহার রেলওয়ে থানার পাশ দিয়ে হেটে যাবার সময় খুলনাগামী রুপসা ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। ওসি মোক্তার হোসেন জানায়, অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় সনাক্তদের জন্য কাজ চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আবু মুত্তালিব মতি