মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
03 Aug 2025 12:03 am
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ- তেঁতুলিয়া মডেল থানায় জিডির প্রায় ১২ ঘন্টা পরে পুকুরে মিলল কলেজ ছাত্র আরিফুল ইসলামের (২১) লাশ। সে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুড়াবুড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিভাগের ছাত্র।
গত শুক্রবার দুপুরে নারায়নগছ নামক এলাকার পশ্চিমে একটি পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, আরিফুল গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার দিনভর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে না পেয়ে পরের দিন তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে।
নিখোঁজ ডায়রির প্রায় ১২ ঘন্টার পর শুক্রবার দুপুরে নায়ায়নগছ এলাকার একটি পুকুরে এলাকাবাসী অজ্ঞাত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার করলে পরিবারের লোকজন ছাত্র আরিফের লাশ সনাক্ত করে। ঘটনাস্থলে পুলিশ মরদেহের সুরহতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তদন্ত চলছে। থানা পুলিশ আরিফ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনসহ দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে।