সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 11:25 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিমের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল সোমবার বাদ আছর শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে শহর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শহর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল বারী আনজিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত। এসময় উপস্থিত ছিলেন শহর শাখার সাধারণ সম্পাদক লিটন শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, অমিত পশারী, রাসেদ প্রাং, বিজয় শেখ, শামিম আহমেদ, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান, আব্দুল হালিম মিথুন, সোহানুর রহমান সোহান, নাঈম খানঁ, শ্রী প্রসেনজিৎ রায় সঞ্জিত, রাসেদুল ইসলাম রাসেদ, আরাফাত রহমান মিশু, বিশাল শেখ, নাহিদ ইসলাম, ফজলে রাব্বি, রুবেল হোসেন, আবু নাছের শেখ, মোস্ততাক, মোহান, পলাশ প্রাং, রাহুল, সাজন ইসলাম , কনক সরকারসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিমের রোগ মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।