রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 11:25 am
![]() |
চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোটের কারণে এই সিরিজের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। তার বদলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো অভিষেকের অপেক্ষায় স্কোয়াডে ডাক পাওয়া যুব বিশ্বকাপজয়ী এই পেসার নিজের অনুভূতিও ভাগাভাগি করেছেন। তার দাবি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম।
স্কোয়াডে ডাক পাওয়ার পর অনুভূতি জানিয়ে তার ভাষ্য, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রথমে আমি আমার আব্বুকে জানিয়েছি। (হাসি) অবশ্য বেশি সময় কথা বলতে পারিনি। আমি অনুশীলনে ছিলাম, এখন শেষ করে বের হচ্ছি। তখনই সবাই ফোন দিচ্ছে। সবমিলিয়ে ভালো লাগছে।
নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করে তিনি জানালেন, ডিপিএল খেলছি তো, আলহামদুলিল্লাহ। বোলিংয়ের অবস্থা বা ব্যাটিংয়ের অবস্থা খুবই ভালো আছে। ইনশাআল্লাহ, ভালো কিছুই হবে।
এই পেসারের দাবি, আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেয়েছি; এখন বাকিটা আল্লাহ ভরসা। যেভাবে পারফর্ম করছি; আশা করি, ভালো কিছু হবে।
মৃত্যুঞ্জয় বললেন, এতদিনের কঠোর পরিশ্রম, এতদিনের অপেক্ষা। এক কথায় বলব ‘প্রাপ্তি’, আমার জন্য। আগে যদিও ঘরোয়া ক্রিকেটে ড্রেসিংরুম শেয়ার করেছি, তবে এটা আন্তর্জাতিক ক্রিকেটে হবে। সুতরাং এটার একটা ইফেক্ট থাকবে।
দেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারের দাবি, একাদশে যদি সুযোগ পাই চেষ্টা করব নিজেকে প্রমাণ করার। যে আমিই সেরা।