রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 05:23 pm
|
৭১ভিশন ডেস্ক:- অদ্য ০৯/০৪/২০২৩ খ্রি. রবিবার ৪ এপিবিএন বগুড়ার কল্যাণ শেডে অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া-২০২৩ অনুষ্ঠিত হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের সকল ইউনিটের সদস্যগণ সক্রিয়ভাবে এ অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ করেন।
অত্র ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম সহ ব্যাটালিয়নের অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে মহড়ায় অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস বগুড়া সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল হালিম এর নের্তৃত্বে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর একটি ইউনিট অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেন।