রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 10:55 am
|
৭১ভিশন ডেস্ক:- রবিবার দুপুরে বগুড়া শহরের বাইতুল বারি পার্ক মসজিদে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম রওশন এর সভাপতিেত্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। আলোচনা পেশ করেন দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আব্দুস সালাম। আরো আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল বারী রশিদী, ক্বারী মাওলানা এহতেসাম বিল্লাহ, মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী প্রমুখ। বক্তারা কোরআন নাজিলের মাসে কোরআনের আলোকে জীবন গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।