রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 06:37 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার আদমদীঘিতে নাগর নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার অপরাধে মামুনুর রশিদ (খোকন) (৩৭) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (৯ এপ্রিল) দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মামুনুর রশিদ খোকন আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত কয়েক দিন পুর্বে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপি এলাকায় অবস্থিত নাগর নদীর কালিতলা নামকস্থান থেকে অবৈধ ভাবে বালু তোলায় বেশ কিছু বালু জব্দ করেন ভ্রাম্যমান আদালত।সেই বালু মামুনুর রশিদ (খোকন) নামের এই ব্যক্তি নিলামে ক্রয় করে।
এরপর গতকাল রোববার ক্রয় করা বালুর পাশে মামুনুর রশিদ খোকন নিজে নাগর নদী থেকে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু তোলা শুরু করে। এমন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে মামুনুর রশিদকে আটক করে উল্লেখিত কারাদন্ড আদেশ দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া কালিতলা এলাকায় নাগর নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা ও নদীর পাড় অবৈধ ভাবে কেটে পুকুর খননের অপরাধে আব্দুল হান্নান আকন্দ নামের অপর ব্যক্তির বিরুদ্ধে চাঁপাপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ সহকারি কর্মকর্তা আতোয়ার হোসেন বাদি হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদমদীঘি থানায় নিয়মিত মামলা করেন। আব্দুল হান্নান উপজেলার চাঁপাপুর ইউপির কা নপুর গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে।
আবু মুত্তালিব মতি