রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 11:18 pm
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে থানা পুলিশের অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার ৮ এপ্রিল বেলা দেড়টার দিকে উপজেলার মিরপুরে পুরাতন মহাসড়কের শ্রীমঙ্গল রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার বেলা ১ টার দিকে উপজেলার মিরপুর শ্রীমঙ্গল রোডের শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বাহুবল মডেল থানার এস আই এখলাছুর রহমানে নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়।
বেলা দেড়টার দিকে হঠাৎ এক ব্যক্তি একটি মোটরসাইকেলে করে প্রায় ১৫টি স্কুল ব্যাগ নিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় থানা পুলিশ তাকে ধাওয়া করলে সে মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়। পুলিশ পরবর্তীতে ব্যাগগুলো চেক করতেই দেখা যায় প্রতিটা স্কুল ব্যাগেই গাঁজা।পরে ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় এস আই এখলাছুর রহমান বাদী হয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ দেখিয়ে অজ্ঞাত আসামী করে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।