রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 10:09 am
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, পিকআপটি ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল আর ট্রাকটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পরে গাড়ি দুটি জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।