শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 09:59 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নে দুস্ত মাতা'র আগের ভিজিডি ২০২৩/২৪ অর্থ বছরে নাম পরিবর্তন হয়ে এবার নাম হলো ভিডাব্লিউবি। আর এসব তালিকা প্রণয়নে অনিয়মের সামান্য খন্ড চিত্র জনস্বার্থে নিচে তুলে ধরা হলো-
১/ ১নং ওয়ার্ডে ক্রমিক নং-২৪ মোছাঃ মোর্শেদা বেগম, স্বামী জাহিদুল ইসলাম, গ্রাম- দুবলাগাড়ী,তার জুনদহ বাজারে হাইস্কুল সংলগ্ন মিল চাতাল,চালের ব্যবসা আছে এবং অবস্থা ভালো ও জমি জমা আছে।
২/ ২নং ওয়ার্ডে ক্রমিক নং-১২ মোছাঃ শাহীনুর বেগম,স্বামী/অভিভাবক মোমিনুল, গ্রাম ভবানীপুর তার ২ বিঘার উপর জমি আছে অবস্থা ভালো।
৩/ ওয়ার্ড নং ২,ক্রমিক নং ৮, সোমা রানী, পিতা সৎলাল অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ, তার স্ত্রী শ্রীমতি মিনতি রানী তার কর্ম সৃজন প্রকল্পে নাম আছে এবং শান্ত চন্দ্র মহন্ত ও অনন্ত চন্দ্র মহন্ত এ দুই ভাই বরিশাল ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত এছাড়াও উক্ত সৎলাল এর ৭ বিঘার উপর জমি,টিন সেড পাকা বাড়ি আছে,গ্রাম ভবানীপুর।
৪/ ওয়ার্ড ২,ক্রমিক নং- ১৮, মোছাঃ আনজুয়ারা বেগম স্বামী/অভিভাবক রিজু মিয়া, গ্রাম- রাইগ্রাম.. এ গ্রামটি পলাশবাড়ী পৌরসভার মধ্যে অবস্থিত।
৫/ এখানে ওয়ার্ড ৩, আসলে ওয়ার্ড নং হবে ২, ক্রমিক নং -৯ শ্রীমতি বুলবুলি রানী,স্বামী জয় লাল গ্রাম পুলিশ, গ্রাম দুবলাগাড়ী, আর এখানে অভিভাবক দেখানো হয়েছে সৎলাল অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ যার গ্রাম ভবানীপুর।
৬/ ওয়ার্ড ৪,ক্রমিক নং ২৫ মোছাঃ বুলী বেগম, স্বামী/অভিভাবক আব্দুস ছালাম জমা জমি আছে এবং এবং বড় টিনসেড পাকা বাড়ী, গ্রাম আমলাগাছী।
৭/ ওয়ার্ড নং ৪,ক্রমিক নং ৩১, মোছাঃ রেশমা খাতুন, স্বামী মজ নু তার তিনটি ব্রয়লার মুরগীর ফার্ম, জমি জমা,পাকাবাড়ী ও অবস্থা ভালো, গ্রাম ভবানীপুর।
৮/ ওয়ার্ড নং ৫,ক্রমিক নং ৮ মোছাঃ জোসনা বেগম,স্বামী/অভিভাবক সামছুল ইসলাম, টিনসেড পাকা বাড়ী,জমি জমা আছে অবস্থা ভালো এবং কার্ড ধারী একজন দাদন ব্যবসায়ী,গ্রাম সাবদিন।
৯/ ওয়ার্ড নং ৭,ক্রমিক নং ৯, মোছাঃ রুলি বেগম, স্বামী/অভিভাবক আলম মিয়া, জমি জমা আছে, টিনসেড পাকা বাড়ি ও কানার বাজারে বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, গ্রাম নারায়ণপুর।
১০/ ওয়ার্ড ৭,ক্রমিক নং-২৯, মোছাঃ রোমানা বেগম, স্বামী/অভিভাবক শরিফুল, টিনসেড বড় পাকা বাড়ী জমি জমা আছে, গ্রাম নারায়ণপুর।
১১/ ওয়ার্ড ৭,ক্রমিক নং-৩০ মোছাঃ মুক্তা বেগম অভিভাবক মোকছেদ আকন্দ, স্বামী মনটু প্রধান তার বাসুদেবপুর কলেজ সংলগ্ন করাত কল ছ' মিল আছে,টিনসেড পাকা বাড়ী, জমি জমা আছে গ্রাম বাসুদেবপুর।
১২/ ওয়ার্ড ৮, ক্রমিক নং -১১ মোছাঃ মল্লিকা আকতার,অভিভাবক মনির হোসেন,স্বামী আনোয়ার সে চাকরীজীবি জমা জমি আছে ও অবস্থা ভালো গ্রাম রামপুর।
১৩/ ওয়ার্ড নং ৮,ক্রমিক নং ১৭,মোছাঃ সাবানা বেগম, স্বামী শরিফুল সিগারেট কোম্পানীতে চাকরিরত, জমিজমা ও কোমরপুর বাজারে ব্যবসা (দোকান) আছে,গ্রাম রামপুর।
১৪/ ওয়ার্ড নং ৯,ক্রমিক নং ১৯ মোছাঃ মর্জিনা বেগম স্বামী রেজান ওরফে রেজেন্টু তার জমা জমি আছে, টিনসেড পাকা বাড়ি অবস্থা ভালো গ্রাম ভগবানপুর।
১৫/ ওয়ার্ড ৯,ক্রমিক নং ৩৩ মোছাঃ সাগরী খাতুন স্বামী/অভিভাবক মতিন তাকে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ কোনো তথ্য দিতে পারেনি গ্রাম ভগবানপুর।
এটি ৪নং বরিশাল ইউনিয়নের সামান্য অনিয়মের খন্ড চিত্র মাত্র।