শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩
28 Aug 2025 06:54 am
![]() |
মোশফেকুর রহমান রিপন পলাশবাড়ী(গাইবান্ধা)সাংবাদদাতাঃ পলাশবাড়িতে ৯নং হরিনাথপুর ইউনিনয়নে ভিডব্লিউবি সার্বিক তত্ত্বাবধানে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কারিগরী সহায়তায় ২০২৩/২৪ অর্থ বছরের তালিকাভুক্ত
হতদরিদ্র নারী উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও দুই মাসের চাল বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বো ধন করা হয়েছে।
৬ এপ্রি ল সকালে হরিনাথপুর উপ স্বাস্থ্যি কেন্দ্র থেকে চাল বিতরনে শুভ উদ্বো ধন করেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিুসার মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইউপিথ চেয়ারম্যা্ন কবির হোসেন জাহাঙ্গীর, ইউপিন সচিব সাহানা আকতারসহ অত্র ইউপি সদস্য্রা। দুপুরে চাল বিতরন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার।
হরিনাথপুর ইউপি চেয়ারম্যােন কবির হোসেন জাহাঙ্গীর বলেন, ২ ৪৪ জন হতদরিদ্র সুবিধাভোগীর মাঝে জানুয়ারী ফেব্রুয়ারী মাসের চাল বিতরন করা হচ্ছে। উপকারভোগিরা ২ মাসের ৬০ কেজি চাল পেয়ে খুশি মনে বাড়ি ফিরেন।