বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 12:39 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বগুড়া পৌর সভার আয়োজনে গতকাল বৃহস্পতিবার পৌর ভবনে দোয়া ও ইফতার মাহফিল পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী ্এরশাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, আলহাজ¦ শেখ ও শিরিন আক্তার, কাউন্সিলর রুহুল কুুদ্দুস ডিলু, শাহ মেহেদী হাসান হিমু, দেলোয়ার হোসেন পশারী হিরু, এনামৃল হক সুমন সহ অন্যান্য কাউন্সিলবৃন্দ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী রিপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে সকলের কল্যান কামনা করে মোনাজাত করা হয় ।