বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 01:50 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩:৩০টায় রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী ড. এম.এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন। এদিন বিভাগীয় কমিশনার মহোদয় পীরগঞ্জের লালদিঘী ফতেপুরে এলে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌর মেয়র আবু ছালেহ্ মোঃ তাজিমুল ইসলাম শামিম, জেলা আওয়ামীলীগের আহবায়ক একেএম ছায়াদৎ হোসেন বকুল সহ উপজেলার সকল সিনিয়র কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কবর জিয়ারত শেষে বিভাগীয় কমিশনার বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার আহবান জানান। তিনি দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে বলেন এবং সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনে মনোযোগী হবার কথা বলেন। পরে তিনি জয় সদন পরিদর্শন করেন।
মোঃ আকতারুজ্জামান রানা