বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
31 Jul 2025 10:26 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- রজনীগন্ধা ক্লাব বগুড়া এর পক্ষ থেকে এতিম মেধাবী, গরিব অসহায় ছাত্র দের সাথে ইফতার ও কোরআন বিতরণ। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পিন্সিপাল জনাব মোঃ আই এস ও রাকিবুর রহমান,রজনীগন্ধা ক্লাবের সভাপতি জিয়া আলম, পরিচালক আবু হানিফ, সহ সভাপতি ওমর ফারুক পারভেজ, মাদ্রাসার ভাইস পিন্সিপাল ক্বারী রাজিব বিন বোরহান, হাফেজ রাশেদীন সহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
বগুড়া শহরে রহমান নগর আল নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠান হয়। হাফেজ শিক্ষার্থীদের একাধীক কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, আলোচনা ও ইফতারের পূর্বে দোয়া মাহফিল হয়।