বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
21 Nov 2024 04:46 pm
বিশেষজ্ঞদের মতে, সেহরিতে ভারী, তেল, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। সারা দিন না খেয়ে থাকতে হবে বলে আবার বেশি খাওয়া উচিত না।
ভাত, সবজি, মাছ বা মাংস, ডিম, দুধ এগুলো খাওয়া যেতে পারে। এ ছাড়া বেশি মাত্রায় পানি পান করুন। সারা দিনের পানির চাহিদা পূরণ করতে হবে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত দুই লিটার পানি পান করুন। সেইসঙ্গে পানিযুক্ত ফল, যেমন তরমুজ, শসা, যেগুলো খেলে শরীরে পানির ঘাততি পূরণ হবে, সেগুলো খাওয়া উচিত।
এ ছাড়া লেবুপানি বা ইসুবগুলের শরবত খাওয়া যেতে পারে। তবে চা, কফি, বেভারেজ জাতীয় পানীয় এড়িয়ে চলা ভালো। কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।