বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩
17 Jul 2025 12:12 pm
![]() |
নুরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাার ২জন কৃষকের ৪৯ শতাংশ জমির কচু পূর্ব শক্রতার জেরে কেটে সষ্ট করেছে, এতে তাদের ২/৩ লক্ষ টাকার ক্ষতি হয়, থানায় মামলা দায়েরের প্রস্তুতি।
সরে জমিনে ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের মাালাহার পশ্চিপাড়া গ্রামের মৃত আজগর আলীর পুত্র সিরাজুল ইসলাম তার ২১শতাংশ জমিতে উন্নত জাতের কচু চাষ করে । পূর্ব শক্রতার জেরে কে বা কারা গত ৪/৪/২৩ ইং তারিখ দিনগত গভীর রাতে কচুর গাছ কেটে নষ্ট করে প্রায় ১/২ লক্ষ টাকার ক্ষতি হয়। একই সময়ে সিরাজুলের আর এক ভাই ফজলুল হকেরও ২৮ শতাংশ জমির কচুও দূর্বত্তরা নষ্ট করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করে। এবিষয়ে তাদের সাথে কথা বললে, তারা জানান আমরা আইনের আশ্রয় গ্রহণ করব এবং প্রশাসনের নিকট দোষীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।