বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 06:43 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম এলাকায় নাগর নদী থেকে অবৈধ ভাবে বালু তুলে বিক্রি করায় শাহিন নামের এক বালু ব্যবসায়ীর বিপুল বালু জব্দ করে ১২ হাজার টাকায় নিলামে বিক্রি দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওই বালু জব্দ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার। পরে তা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় বিক্রি দেয়া হয়।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় শাহিন, রুহুল আমিন, শাহজাহান, রাজা, সহ বেশ কিছু ব্যক্তি নাগর নদীর তলা শ্যালো চালিত ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল। এরপর তারা তোলা বালু ট্রাকযোগে অন্যত্র বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দসহ অবৈধ ভাবে বালু উত্তোনকারিদের জরিমানা করা হলেও থামানো যায়নি তাদের অবৈধ বালু উত্তোলনের কারবার। গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার ফোর্সসহ নাগর নদীর মদনঘোষ এলাকায় অভিযান চালিয়ে জনৈক শাহিনের অবৈধ ভাবে তোলা বালু জব্দ করার পর তা নিলামে ১২ হাজার টাকায় জনৈক সোহেল রানা ক্রয় করেন।