বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 06:22 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার সকালে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়নের ৬”শ ৮৭ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়।
উক্ত টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন করেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও কাহালু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, বীরকেদার ইউ পির সচিব আলহাজ্ব মো. হেলাল হাফিজ, বীরকেদার ইউ পি সদস্য আনোয়ারা বেগম, মিতালী বেগম, মজিবুর রহমান, আলেফ উদ্দিন সরদার পুটু, আনিছুল রহমান, সাঈদী সরদার, জবিবর রহমান জবু, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।