মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 10:54 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট বাজার এলাকায় ফাহিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও টিসিবি'র ডিলার ব্যবসায়ী শেখ সাদিকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। এসময় ডিলার শেখ সাদির কাছে থাকা নগদ ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বালাবামুনিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে শেখ সাদি বরেন্দ্র বহুমুখী গভির নলকূপ এর মালিক হওয়ায়,অপরদিকে প্রায় ১২শ ফিট দুরত্বে একই স্থানে দুইটি সেচ পাম্প
স্থাপন হয়। এবিষয়ে বরেন্দ্রের মালিক শেখ সাদি ৩ মাস পূর্বে নিজে বাদি হয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাবরে অপর একটি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার অভিযোগ দায়ের করেন।
ফলে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বক্তারুল গংদের সাথে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল সন্ধা ৭ টার সময় শেখ সাদি স্থানীয় ফকিরহাট বাজারে পৌঁছিলে আগে থেকে ওতপেতে থাকা বকতারুল গং অতর্কিত হামলা করে। এসময় শেখ সাদির কাছে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা আগতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।