মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 09:57 am
ছাদেকুরল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস ছালাম।এতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করায় সুন্দরগঞ্জ পৌরশহরের সাগর হোটেলকে ২ হাজার টাকা, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং নিষিদ্ধ সাল্টু বিক্রয় ও বিপণন করায় জননী ও দেবদাস স্টোরকে ১ হাজার টাকা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় মুক্তা কসমেটিকসের ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, অভিযান চালিয়ে চারটি দোকানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।