মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:29 am
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়েঃ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে প গড়ের সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়–ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানবন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সূশীল সমাজের প্রতিনিধি,জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক সভাপতি সফিকুল আলম, এ রহমান মুকুল, জেলা সিপিবি’র সাধারন সম্পাদক আশরাফুল আলম, বাংলাদেশ জাসদ পঞ্চগড়ের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র রায়, উদিচি শিল্পি গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সামাাজিক সাংস্কৃতিক আন্দোলনের সভাপতি আজহারুল ইসলাম জুয়েল, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল করে সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।