সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
02 Aug 2025 06:22 pm
![]() |
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধদিপ্তরের অভিযানে শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ঈদকে সামনে রেখে বগুড়া শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে প্রসাধনীর দোকনগুলোতে অভিযান চালানো হয়।
এসময় নিউমার্কেটের স্বনামধন্য শাহ বিপনিকে অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার ও চুড়িপট্টির মা স্টোরকে নকল প্রসাধনী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির সত্ত্বাধিকারী তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।