সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:46 am
৭১ভিশন ডেস্ক:- আজ ৩ এপ্রিল ২০২৩ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামান সামস এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান এর মুক্তির দাবিতে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল প্রকার দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করা হয়েছে ও প্রথম আলোর সাভার প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করে সরকার তার ফ্যাসিবাদ চরিত্র প্রকাশ করেছে । সরকার ডিজিটাল নিরাপত্তা আইন কে নিজেদের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করছে। সরকার এক এক করে সকল মিডিয়ার টুটি চেপে ধরেছে। একটি মাত্র পত্রিকা প্রথম আলো যে এখনো সরকারের সকল হুমকি ধামকি উপেক্ষা করে জনগনের কথা বলে যাচ্ছে সরকার এই পত্রিকাটিকেও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। প্রথম আলো যে বক্তব্য ২৬ মার্চ প্রকাশ করেছে ‘ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই’ একথা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা প্রাণের কথা। এ কথা লেখার জন্য কোন মামলা হতে পারে না। এটা সরকারের গণমাধ্যমের টুটি চেপে ধরার ও তাবেদার মিডিয়া বানানোর জন্য এই মিথ্যা মামলা দিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামান শামস এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামান সামস এর নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
তিনি আরো বলেন, র্যাবের হাতে আটক ও হেফাজতে জেসমিন ইয়াসমিন এর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাই। দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি। তাছাড়া দেশে আজ সকল ধরনের নিত্যপণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট করে লুটপাট চালাচ্ছে। লুটপাট দুর্নীতি বন্ধ করে আমরা অবিলম্বে সকল পণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছি।
পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, গভীর রাতে বিনা ওয়ারেন্টে সাভারের নিজ বাসা থেকে গ্রেপ্তার প্রমাণ করে বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার বাক স্বাধীনতাকে হরণ করেছে। সরকার অতিমাত্রায় স্বৈরাচারী—স্বেচ্ছাচারী আচরণ করছে। সরকারের বিরুদ্ধে করা কোন সমালোচনাকে সহ্য করতে পারছে না। সাংবাদিক শামসকে গ্রেফতার করে সরকার ক্ষান্ত হয়নি একই অভিযোগে সম্পাদক মতিউর রহমান এর নামে গভীর রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।
তিনি বলেন, জুলুম নির্যাতন হামলা—মামলা চরম পর্যায়ে পৌঁছেছে। বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, নির্যাতন বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে জনগনের মাঝে ভীতি সৃষ্টি করে চলেছে। নাগরিকের জীবনকে চরম নিরাপত্তাহীন করে তুলেছে বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার। কয়েকদিন পূর্বে র্যাব কর্তৃক সোনারগাঁওয়ে আবুল কাসেমকে গুলি করে হত্যা, নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু, সিআইডি পরিচয়ে সাংবাদিক শামসকে বাসা থেকে তুলে নেয়া, গভীর রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, পুলিশ প্রধান ও সিআইডি প্রধানের শামসের তুলে নেয়ার ঘটনা বেমালুম অস্বীকার করা সবই আওয়ামী ফ্যাসিবাদী শাসনের নগ্ন প্রকাশ। এ সকল ঘটনা অনবরত ঘটে চলেছে যার কোন প্রতিকার হচ্ছে না। অবিলম্বে বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে মৃত্যু, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সাথে জনগণের সাংবিধানিক মৌলিক গণতান্ত্রিক ও মানবাধিকার রক্ষা এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জনগনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কমরেড তারেক ইসলাম বিডি কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ ।