সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 05:41 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিসহ ৩ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোটের জেলা সমন্বয়ক মৈত্রেয় হাসান জয়িতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি তাহমীদ চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শামীম আরা মিনা প্রমুখ।
সরকারের দুঃশাসনে দেশের জনগণ তার ক্ষুধার কথাও প্রকাশ্যে বলতে পারছে না। চরম নিপীড়নের মাধ্যমে দমন করা হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা। সরকার জনগণের মাছ মাংস চাইলের স্বাধীনতা দিতে চায় না যার বাস্তব প্রমাণ প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস, স¤পাদক মতিউর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা৷ বলা হচ্ছে প্রথম আলোর রিপোর্ট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। কিন্তু সারাদেশে যে নীরব দুর্ভিক্ষ চলছে, যে গণতন্ত্রহীন পরিবেশ বিরাজ করছে, নওগাঁতে র্যাব হেফাজতে জেসমিন হত্যাকান্ডের ঘটনা ঘটছে এই প্রত্যেকটি ঘটনা একটি সভ্য রাষ্ট্রের ভাবমূর্তি হতে পারে না৷ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে তার দুঃশাসন টিকিয়ে রাখার যন্ত্রে পরিণত করেছে। অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি, জেসমিন হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
বক্তারা, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট নামক নির্বতনমূলক আইনে লেখক সাংবাদিক বুদ্ধিজীবীদের হয়রানী করে আসছে। এই সরকারের শাসন বেশিদিন স্থায়ী হবে না। আজকে সারাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে, সেই সত্য যখন শামসুজ্জামান সামসের মত সাংবাদিকরা মানুষের সামনে তুলে ধরছে, তখন এই ফ্যাসিস্ট সরকার শামসুজ্জামানদের জেলে পুড়ে মানুষের কন্ঠরোধ করছে।