রবিবার, ০২ এপ্রিল, ২০২৩
26 Nov 2024 06:03 am
হট এয়ার বেলুন দুর্ঘটনায় মেক্সিকোয় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। স্থানীয় প্রশাসনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার (১ এপ্রিল) সকালে রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এ দুর্ঘটনা ঘটে।
আল জাজিরা জানায়, শনিবার স্থানীয় সময় সকালে দেশটির স্টেট অব মেক্সিকো থেকে পর্যটক নিয়ে টিয়োটিহুয়াকানে উড়ে যায় হট এয়ার বেলুনটি।
আকাশে থাকাবস্থায় হঠাৎ পুরো বেলুনে আগুন ধরে গেলে আতঙ্কিত হয়ে বেলুনটি থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন পর্যটকরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মাটি থেকে প্রায় ২০০ ফুট উঁচুতে উড়ছিল ওই 'হট এয়ার' বেলুনটি। আগুন লাগার পর দ্রুত সেটি মাটিতে নামিয়ে আনা হয়। সেখান থেকেই আগুনে ঝলসে যাওয়া এক শিশুকেও উদ্ধার করে মেক্সিকো পুলিশ।
মেক্সিকোর টিয়োটিহুয়াকানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হট এয়ার বেলুনে চড়তে পারেন পর্যটকরা। একবার বেলুনে চড়তে খরচ করতে হয় ১৫০ ডলার।