রবিবার, ০২ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 02:33 am
৭১ভিশন ডেস্ক:- বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা পূর্বপাড়া গ্রামের কথিত সাংবাদিক আকাশ গং কর্তৃক রূপালী বেগম (৪৮) নামের এক গৃহবধূকে মারপিট করে বাড়ীর জায়গা অবৈধভাবে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত রূপালী ও তার স্বামী নূরল ইসলাম বিচারের দাবিতে বিভিন্ন মহলে ধর্না ধরে ব্যর্থ হয়ে পরে গন্যমাধ্যম কর্মীদের দ্বারস্থ হয়ে সত্য সংবাদ প্রকাশ করতে আহবান জানিয়েছেন।
ভুক্তভোগী আহত রূপালীর অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল (৩১-০৩-২৩) শুক্রবার বেলা ১২টায় রূপালী বেগম আশোকোলা পূর্বপাড়ায় তাদের স্বত্ব দখলীয় জমি যার সাবেক নং ১৫৭০, হাল দাগ ৩৭৬২ এর বসতবাড়ীতে ইফতারির জন্য রান্নার প্রস্তুতি মূহুর্তে বাড়ীর সীমানা ঠেলিয়ে টিন দিয়ে ঘেরার চেষ্টা করে আকাশ গং। এতে রূপালী বেগম বাঁধা দিলে কথিত সাংবাদিক শহিদুল ইসলাম ওরফে আকাশের নেতৃত্বে ইরফান আলী ওরফে এফের (৫৫), লালু মিয়া (৫০), আইজুল (৩৮) এবং জাহেদুর রহমান (৩৫), সকলের পিতাঃ মৃত আব্দুল শাহ উল্লেখ্য ব্যক্তিরা রোজাদার রূপালী বেগমকে বেধড়ক মারপিট করে শ্লীলতাহানি করে।
এসময় রূপালীকে রক্ষা করতে স্বামী নূরুল ইসলাম ও ভাসুর বজলু শাহ এগিয়ে এলে তাদেরকেও মারপিট করা হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে আহত অই মহিলাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এঘটনায় রূপালীর গলা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করা হয়েছে। রূপালী আরও জানান, কথিত এই সাংবাদিক তাকে অমানসিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে "এমপি, চেয়ারম্যান, পুলিশ প্রশাসন সব আমার হাতে, আমি যা বলবো তাই হবে, কোথাও বিচার পাবি না, তুই কোথাও যেয়ে লাভ পাবিনা"। আসলে কে এই কথিত সাংবাদিক আকাশ?? তার প্রভাবের খুঁটির জোরটি কোথায়?? সে কোন অদৃশ্য শক্তির ভয় দেখিয়ে মায়ের বয়সী ব্যক্তির শ্লীলতাহানির মত এমন জঘন্য কাজ করতে পারে??
উল্লেখ্য, গত কয়েক বছর পূর্বে একই ভাবে আকাশ গং রূপালীর স্বামী ও তার পরিবারকে মারপিট করে আহত করেছিলো। তখন রূপালীর ভাসুর আকাশ গংদের মারপিটে আহত হয়ে ৬ জনের নাম উল্লেখ করে জেলা বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করেন। এই মামলা থেকে পরিত্রাণ পেতে আকাশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে ধর্ণা ধরে একটি বন্টন নামা করে মামলাটি আপোষ মিমাংসা করেন। তখন থেকেই অগ্নিশর্মা হয়ে ওঠে আকাশ। তার রেশ হিসাবে এই পর্যন্ত নির্যাতন চালিয়েই যাচ্ছে।
ভুক্তভোগী রুপালীর স্বামী অসহায় নুরুল ইসলাম বলেন, আগে জানতাম আকাশ বাঘোপাড়া বন্দরে ভিডিও ফটোশপের কাজ করতো। গত বছর আমাদের এলাকায় বঙ্গবন্ধুর নামে একটি মাচাং তৈরীর সংবাদ তার ফেসবুকে পোস্ট দিয়ে যেদিন রাতারাতি বিতর্কের জন্ম দিয়েছিল তখন অনেকেই মাচাং সাংবাদিক বলে ডাকা শুরু করেছিলো ঠিক তখনই জেনেছি সে নাকি সাংবাদিক হয়েছে। এই বিষয়ে আহত রূপালী বেগম ঘটনার সঠিক তদন্ত করে নুনগোলা ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা সদর থানার (এসআই) তয়ন কুমার মন্ডল এবং মিজানুর রহমান সহ বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকীর হস্তক্ষেপ কামনা করেছেন।