শনিবার, ০১ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 02:51 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, আমাদের দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ওই নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন কমিশন তৈরি করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১ এপ্রিল) গাইবান্ধা জেলা বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, `বিদ্যুৎ, গ্যাস, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বর্তমান সরকার বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্শেদ হাবিব সোহেল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, হুনান হক্কানী, বিপুল কুমার দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।