শনিবার, ০১ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 02:38 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ মহান একাত্তরের মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে পলাশবাড়ীতে প্রথম জীবন উৎসর্গকারী শহীদ লেপ্টে: রফিক আহমেদ সরকার। তিনি ছাড়াও তৃতীয় ইষ্টবেঙ্গল রেজিমেন্টের আরো ৩ অজানা বীর দামাল সৈনিক শহীদ হন সেদিন। তাঁদের আত্মোৎসর্গের ৫২ তম দিবস উপলক্ষে এক ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় পৌর শহরের শহীদ মিনার চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে স্মরণ সভার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, জেলা আ'লীগ নেতা আবু বক্কর প্রধান, শহিদুল ইসলাম বাদশা, আ’লীগ নেতা ছাইফুলার রহমান তোতা চৌধুরী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলিউল ইসলাম বাদল ও প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা।
এসময় উপস্থিত অন্যান্যরা পাকবাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের সেদিনের সেই বর্বরোচিত-লোমহর্ষক ও নিষ্ঠুরতার মর্মস্পর্শী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র্র সদস্য আব্দুল্ল্যাহিল আদিল নান্নুর সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক স্মরণসভার আলোচনা অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান মিজান।এর আগে সেদিনের সম্মুখ যুদ্ধে পলাশবাড়ী পৌরশহরের জিরো পয়েন্ট চৌমাথা মোড়ে ক্যাপটেন রফিকসহ দেশ মার্তৃকার টানে জীবন উৎসর্গকারী শহীদ অন্যান্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়।