শনিবার, ০১ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 02:27 am
শরীয়তপুর প্রতিনিধি :- বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সারাদেশের ন্যায় শরীয়তপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা বিএনপি। শরীয়তপুর শহরের ধানুকা এলাকার রাণী মহলের সামনে শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে ও কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক। বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, নড়িয়া উপজেলার সভাপতি দাদন মুন্সী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, আজাদ মাল, জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, জবি ছাত্রদলের সহ-সভাপতি রাতুল, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্লা, মহিলা দলনেত্রী নিপা প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি’র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেন, খালেদা জিয়া’কে মুক্ত করার লক্ষ্যে, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা সকল কর্মসূচি সফল করে চলছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করা হবে
শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। তাই দেশের এই দুঃসময়ে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে। আর অবস্থান কর্মসূচি সফল করায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ।
শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন, গণ-গ্রেফতার, নির্যাতন, বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করে শরীয়তপুর জেলা বিএনপি। বিজয় আমাদের আসবেই, ইনশাআল্লাহ।