বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
29 Nov 2024 05:52 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিদিঃ- জামালপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব চলছে। এই উৎসবকে ঘিরে দয়াময়ী মোাড়ে বসেছে তিন দিনব্যাপী অষ্টমী মেলা।
বুধবার (২৯ মার্চ) ভোর থেকে ব্রহ্মপুত্র নদের জামালপুর - শেরপুর ব্রীজ এলাকায় লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। তবে একই দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এ স্নান উৎসব।
জানা যায়, এই অষ্টমী স্নান উৎসবে গত বছরের চেয়ে দ্বিগুণ সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ইতোমধ্যে পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনের ৩৫ বুথ, পয়ঃনিষ্কাশনের জন্য ৩৮ টি অস্থায়ী টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির জন্য অর্ধ শতাধিক নলকূপ স্থাপন করেছে সাত স্বেচ্ছাসেবী সংগঠন।
স্নান উদযাপন কমিটির সদস্য লিন্টো ভৌতিক দুলু জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন পুণ্যার্থীদের নানাভাবে সহযোগিতা করছেন। এ ছাড়াও পুণ্যার্থীদের রাত যাপনের জন্য মেলার কাছেই বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। মূলত মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় আমরা এই স্নান উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করি।
এই উৎসব উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া পুণ্যস্নানকে ঘিরে জামালপুর আইনশৃঙ্খলা বাহিনীও ছিলো তৎপর। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনাওয়াজ বলেন, অষ্টমীর স্নান উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরে ভোর থেকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্নান শেষ করেছেন পূণ্যার্থীরা।