বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
29 Nov 2024 03:47 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে অভিযান তিন প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমান। নড়াইলে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা। নড়াইলে ভোক্তা অধিদফতরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৯ মার্চ) নড়াইল সদর উপজেলার শেখহাটি বাজার এলাকায় বিভিন্ন দোকানে নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী-পরিচালক প্রণব কুমার প্রমাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, সদর উপজেলার শেখহাটি বাজারের মেসার্স বিউটি ফুড এন্ড বেকারিকে ২০ হাজার টাকা, মেসার্স আমিনুর ফল ভান্ডারকে ৫শ টাকা, মেসার্স পাল স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমানিক বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।