মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
26 Aug 2025 06:22 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে মিঠাই নামের দেড় বছর বয়সের এককন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম বর্মনপাড়ার নীলবাবু বর্মনের মেয়ে। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২ টায় কুন্দগ্রাম বর্মর পাড়ার এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার বেলা ১১ টায় মিঠাই নামের ওই শিশু কন্যা খেলার জন্য তার অপর সহপাটিদের সাথে বাড়ির খলিয়ারে খেলা করছিল। এসময় সকলের অজান্তে শিশু কন্যা মিঠাই নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১২ টায় বাড়ির পিছনে একটি ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।