শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
03 Aug 2025 12:07 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২৫ পিস নেশার এ্যাম্পলসহ আরমান খান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সে উপজেলা ছাতনী খা পাড়ার মোসলেম ওরফে মুসা খানের ছেলে।
গত বৃহস্পতিবার (২৩মার্চ) সন্ধ্যায় উপজেলা ছোট মালশন মসজিদের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুরিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার স্টেশন থেকে হেলালিয়া যাবার পথে ছোট মালশন গ্রামে ছোট মসজিদের সামনে সিএনজি তল্লাশি করে যাত্রী বেশে বসে থাকা আরমান খানকে তার প্যান্টের পকেট থাকা ২৫ পিস এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে টিএসআই রকিব হোসেন জানান।
আবু মুত্তালিব মতি