শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
28 Nov 2024 06:44 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলাম (৪০)কে বাড়ি থেকে ডেকে ক্লাব ঘরে শালিসে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নিহতের বোন আফরোজা বেগম বাদি হয়ে আওয়ামীলীগ নেতা শাহিন. তহিদুলসহ ৩৭জনের নাম উল্লেখ করে আরো ১০জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির লক্ষীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসলাম কবিরাজ (৪৫). তার ভাই আবু বক্কর ছিদ্দিক (৫৮) ও আফজাল হোসেনের ছেলে ওয়াহেদ আলী ওরফে ছেদ্দা (৪২)।
প্রকাশ- আদমদীঘির নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে শাহিন হোসেন ও তহিদুল ইসলাম বনাম ছেদ্দা ও আমিনুল ইসলাম নামের দুটি গ্রপ রয়েছে। তাদের মধ্যে মসজিদের টাকা, গভীর নলকুপ মালিকানা ও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ১৫ বছর যাবত বিরোধ, মারধর ও মামলা পাল্টা মামলা রয়েছে। এনিয়ে ওই গ্রামে প্রায় মারধর হুমকি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা অহরহ ঘটে। গত বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নসরতডপুর ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক শাহিন হোসেন, তহিদুল ইসলাম ও তার লোকজন বীর মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলামকে মোবাইল ফোনে ডেকে গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক শালিস বসে।
এরপর শেখর নামের এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও তাদের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাত সাড়ে ১০ টায় আমিনুল ইসলামকে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন আফরোজা বেগম বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ মামলায় তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মুল আসামী শাহিন, তহিদুলসহ অপর আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান চালাচ্ছেন।
আবু মুত্তালিব মতি