শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
03 Aug 2025 12:12 am
![]() |
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান মন্ডল এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূন্ন ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন শিক্ষার্থীদের হাতে এক সেট করে মোট ৫০ সেট স্কুল ড্রেস তুলে দেন।
এসময় সাবেক উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।