বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
12 Feb 2025 09:39 pm
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডিপি পুলিশ অভিজান চালিয়ে ৬ জুয়াডিকে আটক করেছেন।
মেলান্দহ পৌর এলাকার মল্লিকাডাঙ্গা গ্রামের মৃত বেনু শেখের ছেলে আছমত আলী (৩২) এর বসত বাড়ির উঠানে রাত আনুমানিক ৪ টার দিকে ৮/১০ জনের মত একদল জুয়াড়ি জুয়া খেলা করতে ছিল। জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি কে আটক করেছেন।আটককৃতরা হলেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌরসভার চাকদহ গ্রামের মোঃ রব্বানী (৩৮),সপেন মন্ডল (৩৩),মোঃ আসলাম শেখ (৩২),মোঃ সাইফুল শেখ (৪০),মল্লিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ রুবেল মিয়া(৩০) ও একই গ্রামের বাসিন্দা চান মিয়া।
জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলীর সার্বিক তত্ত্বাবধনায় এস,আই,জুবাইদুল হক ও এ,এস,আই তানভীর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ একদল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়ীদের কে আটক করে এবং বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গত ২৩ মার্চ বৃহস্পতিবার আটককৃত ৬ জুয়াড়ীদের কে কোর্টে প্রেরণ করেন জামালপুর জেলা ডিবি পুলিশ। এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি কে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়েছে।